টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস চ্যানচেলর (ভিসি) প্রফেসর (অবঃ) ডঃ এ. কিউ. এম. মাহাবুব। আজ রবিবার সকালে তিনি জাতির পিতার সমাধি-সৌধ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বঙ্গবন্ধুসহ ১৫ ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন। এসময় অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডঃ নুরুউদ্দীন, ইলেকট্রনিক এ্যান্ড টেলিকমিউনিকেশন ইন্জিনিয়ারিং বিভাগের চেয়্যারম্যান প্রফেসর ডঃ শাহজাহান, প্রক্টর ডঃ রাজিউর রহমান সহ বিভিন্ন বিভাগের চেয়্যারম্যান, ডিন, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।