বঙ্গবন্ধুর সমাধিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের শ্রদ্ধা নিবেদন।


টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
২০ই অক্টোবর বুধবারবার বেলা ১১টায় বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এরপর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকলের এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।
এসময় উপ উপাচার্য-( শিক্ষা) অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেন ,উপ-উপাচার্য( প্রশাসন)-অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমেদ ট্রেজারার- অধ্যাপক ডা. মো. আতিকুর রহমান প্রোক্টর-অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল প্রোভোস্ট- অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, সেকশন অফিসার, প্রশান্ত কুমার মজুমদার উপস্থিত ছিলেন।
এদিকে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত উপচার্যকে অভিনন্দন জানাতে শেখ সাহেরা খাতুন মেডিকেল কলেজ গোপালগঞ্জের অধ্যক্ষ ডা. জাকির হোসেন, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক (BMA) ডা. হুমায়ুন কবির, স্বাধীনতা চিকিৎসক পরিষদের( স্বাচিপ) যুগ্ন সাধারন সম্পাদক, ডা. শেখ আব্দুল্লাহ আল মাহমুদ, ইন্টার্ন চিকিৎসক পরিষদ এর সভাপতি ডাক্তার নূর মোহাম্মদ, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন, টুংগীপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গিপাড়া পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি দিদারুল ইমরান ,কোটালিপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস, পাটগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিলন মোল্লা সহ অন্যান্য রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডাক্তার মোঃ শারফুদ্দিন আহমেদ বঙ্গবন্ধু ভবনে রক্ষিত বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।