এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ ৭ আগস্ট,রবিবার সকালে টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে গভীর শ্রদ্ধা জানান।
পরে বিশ্ববিদ্যালয়ের লিবারেল আটস অ্যান্ড সোস্যাল সায়েন্স ফ্যাকাল্টির ডিন অধ্যাপক ড. মাহমুদুল হাছান জাতির পিতা ও ১৫ আগস্ট নিহত শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা এবং দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে মোনাজাত পরিচালনা করেন।
এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন উপাচার্য ড. রকীব আহমদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ল ফ্যাকাল্টির ডিন প্রফেসর ড. এম.এ. সাত্তার,পরিচালক (অর্থ)শেখ মোসাদ্দেক কবীর, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর আলাউদ্দিন মিয়া,সিভিল অ্যান্ড এনভাইরনমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, ব্যাসায় অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ কামরুল হাসান,ইইই্ বিভাগের বিভাগীয় প্রধান সালেহীন ফেরদৌস কাদের, ইসলামিক স্টাডিজবিভাগের বিভাগীয় প্রধান ড. শাহজাহান কবীর, টুরিজম এন্ড হসপিটালিটি বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী শারমিন রহমান, প্রভাষক আরিফুজ্জামান, সোহানা সিদ্দিকি, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মামুন উল মতিন, পিএস টু চেয়ারম্যান জিল্লুর রহমান, জনসংযোগ কর্মকর্তা খন্দকার আরাফাত আলী।
এর আগে ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. রকীব আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে পৌঁছানোর পর তাকে স্বাগত জানান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র জনাব শেখ তোফাজ্জল হোসেন টুটুল।