বঙ্গবন্ধুর সমাধিতে দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন
আজ ১৯ই ডিসেম্বর শনিবার দুপুর ১টায়। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পগুচ্ছ অর্পণ করেন দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম (তাপশ)।
এসময় ফাতিহা পাঠ করে বঙ্গবন্ধু ও ৭৫ সালে ১৫ আগষ্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম (তাপশ) টুঙ্গিপাড়ায় অবস্থানকালে জাতির পিতার সমাধি সৌধ পরিদর্শন করেন। পরে তিনি জাতির জনকের কবর জিয়ারত এবং তার পরিবারের নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।
এসময় সেখানে দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউল হাসান,গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, সাবেক পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ হাসান আহ্মেদ কচি, সম্পাদক বিএম মাহমুদুল হক,উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক গাজী নূরুল ইসলাম, শেখ পরিবারের সদস্য শেখ তোজাম্মেল হক টুটুল সহ দেশের দক্ষিণ অঞ্চলের ২২ জেলা থেকে আগত প্রায় ৪ শতাধিক ডিপ্লোমা প্রকৌশলী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে রক্ষিত বইতে দক্ষিণবঙ্গ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সভাপতি শেখ রফিকুল ইসলাম (তাপশ)মন্তব্য ও স্বাক্ষর করেন।