গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী (আইডব্লিউআরএম) মো.আলি আখতার হোসেন।

রবিবার (৬ আগস্ট) দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধু’র সমাধি সৌধের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। স্বাস্থ্যবিধি মেনে এ সময় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (আইডব্লিউআরএম ওএন্ডএম) স. ম. আবদুস সালাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (আইডব্লিউআরএম পিএন্ডডি) মোহাম্মদ খালেদ চৌধুরী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ফরিদপুর অঞ্চল) মোহাম্মদ আব্দুস সালাম, প্রকল্প পরিচালক (এসএসডব্লিউআরডিপি-২য় পর্যায়) শেখ মোহাম্মদ নূরুল ইসলাম।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হক, সিনিয়র সহকারী প্রকৌশলী সরদার একরামুল কবির, টুঙ্গিপাড়া উপজেলা প্রকৌশলী ফয়সাল আহমেদ সহ এলজিইডি সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে শাহাদাত বরণকারী বঙ্গবন্ধু’র রুহের মাগফিরাত কামনা, বঙ্গবন্ধু’র সুযোগ্য কন্যা, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ দ্রুত করোনা থেকে মুক্তি চেয়ে এবং দেশের কল্যাণ কামনায় তিনি বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এর আগে সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোপালগঞ্জের আয়োজনে কোটালীপাড়ায় বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড) এর সম্মেলন কক্ষে জেলা নির্বাহী প্রকৌশলী মো.এহসানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের (২য় পর্যায়ে) ত্রৈ-মাসিক অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো.আলি আখতার হোসেন উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

İstifadəçi rəyləri Pin Up casino seyrək göstərilən xidmətlərin keyfiyyətini təsdiqləyir. azərbaycan pinup Qeydiyyat zamanı valyutanı seçə bilərsiniz, bundan sonra onu dəyişdirmək mümkün xeyr. pin-up Bunun üçün rəsmi internet saytına iç olub qeydiyyatdan keçməlisiniz. pin up Además, es de muy alto impacto y de una sadeed inigualable. ola bilərsiniz