বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে টুঙ্গিপাড়ায় স্বাচিপের ৭দিনব্যাপী হেলথ ক্যাম্পের উদ্ধোধন করেছেন শেখ সেলিম এমপি

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী, মহান মুক্তিযুদ্ধের মহানায়ক, স্বাধীনতার ঘোষক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী  উপলক্ষ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) এর উদ্যোগে আয়োজিত ৭দিনব্যাপী মেডিকেল ক্যাম্পের শুভ উদ্ধেধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি।

আজ শনিবার সকাল ১০টায় ফিতা কেটে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বঙ্গবন্ধুর শৈশবের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক গিমাডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে (জিটি) এ কর্মসূচির শুভ উদ্ধোন করে তিনি।

উদ্ধোধনী অনুষ্ঠানে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. এম একবাল আর্সলান ও মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ উপস্থিত ছিলেন।

৭দিনব্যাপী একর্মসূচির উদ্ধোধনী দিনে নিউরো সার্জারী বিভাগের চিকিৎসা সেবা প্রদান করেন প্রখ্যাত নিউরোস্পাইন সার্জন বঙ্গবন্ধু শেখ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, চক্ষু বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন অধ্যাপক ডা. এম এ আজিজ,

নাক কান গলা বিভাগে চিকিৎসা প্রদান করেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সহ সভাপতি নাক কান গলা বিশেষজ্ঞ অধ্যাপক ডা. নুরুল ফাত্তাহ রুমি, ডা. আব্দুল কুদ্দুস সোহাগ, কার্ডিওলজি বিভাগে চিকিৎসাসেবা প্রদান করেন মাতুয়াইল মা ও শিশু ইনস্টিটিউটের পরিচালক ডা. দিলরুবা আক্তার, কার্ডিওলজি বিভাগের চিকিৎসাসেবা প্রদান করেন এনআইসিভিডি শাখার স্বাচিপ আহ্বায়ক ডা. কাজল কুমার কর্মকার, শিশু রোগ বিভাগে চিকিৎসা সেবা প্রদান করেন গোপালগঞ্জ জেলা স্বাচিপের যুগ্ম -সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক  ডা. শেখ মো. আব্দুল আল মাহমুদ সহ ঢাকা থেকে আগত বিভিন্ন মেডিকেল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের ৩১জন বিশেষজ্ঞ চিকিৎসক। সকাল ১০ টায় শুরু হওয়া এ হেলথ ক্যাম্পের প্রথম দিন ৪৯৩জন রোগী চিকিৎসক পরামর্শ ও বিনামূল্য ঔষধ গ্রহণ করেন।

এসময় কেন্দ্রীয় বিএমএ-র মহাসচিব অধ্যাপক ডা. ইহতাশামুল হক চৌধুরী দুলাল, স্বাচিপের সহ সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, আব্দুর রউফ সর্দার সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ডা. নীহার রঞ্জন, দপ্তর সম্পাদক সহকারী অধ্যাপক ডা. এহসান উদ্দিন খান, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অধ্যাপক  ডা. জাহাঙ্গীর আলম, কমিটির সদস্য সহযোগী অধ্যাপক ডা.প্রদীপ কুমার দেবনাথ, অধ্যাপক ডা. দিলরুবা আক্তার, স্বাচিপ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. শফিকুল আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌর মেয়র কাজী লিয়াকত আলী, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন, জেলা সিভিল সার্জন ডাক্তার নিয়াজ মাহমুদ, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার মহাসচিব ডাক্তার হুমায়ুন কবির, গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ও শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত পরিচালক বা. অসিত কুমার মল্লিক, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, বিভিন্ন জেলার স্বাচিপের নেতাকর্মীরা, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

চিকিৎসাসেবা উদ্ধোধনী অনুষ্ঠান শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করেন স্বাচিপের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *