বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জ বিচার বিভাগের নানান কর্মসূচি পালন
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২১ উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে গোপালগঞ্জ বিচার বিভাগ। কর্মসূচির মধ্যে বুধবার (১৭ মার্চ) ভোরে গোপালগঞ্জের বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সিনিয়র জেলা ও দায়রা জজের পাশে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আতোয়ার রহমান (জেলা ও দায়রা জজ), চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাহাদাত হোসেন ভূইয়া, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.ওসমান গনি।
স্বাস্থ্যবিধি মেনে এ সময় গোপালগঞ্জ বিচার বিভাগের সকল বিচারকগণ, জেলা জজশীপ ও ম্যাজিস্ট্রেসী’র সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। পরে গোপালগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সম্মেলন কক্ষে সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে’র সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ অমিত কুমার দে জেলা বিচার বিভাগের সকলকে সেবক হিসেবে সততা ও নিষ্ঠার সাথে বিচারাধীন সকল মামলা দ্রুত নিষ্পত্তি করে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে উদাত্ত আহ্বান জানান।