ফেসবুকে ‘আল বিদা’ লিখে ঢাবি ছাত্রের আত্মহত্যা

ফেসবুকে ‌‍’আল বিদা’ লিখে ইমাম হোসাইন নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষের এক ছাত্র আত্মহত্যা করেছেন।

সোমবার (১৭ আগস্ট) নিজ বাসায় তার ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে হাসপাতালে নেয়ার সময় তার মৃত্যু হয়।

ইমাম হোসাইন বিশ্ববিদ্যালয়ের জসীমউদদীন হলের। তার গ্রামের বাড়ি বরিশাল জেলার উজিরপুরে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, আজ সকালে তার (ইমাম হোসাইন) মৃত্যুর সংবাদ শুনি। বিষয়টি খুব দুঃখজনক। এ রকম কোনো মৃত্যুই আমরা প্রত্যাশা করি না।

এর আগে রোববার নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আল বিদা’ লিখে একটি পোস্ট দিয়েছিলেন ইমাম হোসাইন।

ইমাম হোসাইনের মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বন্ধুদের ধারণা, প্রেমঘটিত কারণে সে আত্মহত্যা করেছে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *