ফরিদপুরে_গণ_পিটুনিতে_দুই_ছিনতাইকারী_নিহত_আহত_২ । ফরিদপুরে চালকের গলা কেটে অটো ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় গনপিটুনীতে দুজন নিহত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের হঠাৎ বাজার বেরিবাদ এলাকা থেকে এক অটোচালকের গলা কেটে অটো ছিনতাই করে ওই তিন ছিনতাইকারী।
এরপর অটো নিয়ে পালিয়ে যাওয়ার সময় ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুরের ওমেদিয়া বটতলায় আসলে সাধারণ জনতা ধাওয়া করে তিন ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দেয়।
সেখান থেকে তিন ছিনতাইকারী পুলিশ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এর ভিতর আহত দুই ছিনতাইকারী ফরিদপুর শহরের মোল্লাবাড়ি সড়ক এলাকার বাসিন্দা হিরণ (৩৫) ও আকাশকে (৩৮) মৃত বলে ঘোষণা করেন।
বাকি অটো চালক কাওছার(১৮) ও ছিনতাইকারী খোকনকে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে কোতয়ালী থানার দ্বিতীয় সর্বোচ্চ কর্মকর্তা মোঃ বেলাল হোসেন জানান, আমরা খবর পেয়ে ঈশান গোপালপুর ইউনিয়নের দূর্গাপুরের ওমেদিয়া বটতলা থেকে তিন ছিনতাইকারীকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এর ভিতর দুজন মারা যায়। বাকি অটো চালকসহ দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
সূত্রঃ ভয়েস অব ফরিদপুর নিউজ