ফরিদপুর শহরে অসুস্থ বাবার জন্য ওষুধ আনতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১২ বছর বয়সী এক কিশোরী। এ ঘটনায় চার তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন, আসিবুর রহমান আপন (২৪), ইমরান শেখ (২৪), পাপন শেখ (২৩) ও নান্নু শেখ (২৪)। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে কিশোরীর বাবা পাঁচ তরুণের নাম উল্লেখ ফরিদপুর কোতয়ালী থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ১১ আগস্ট সন্ধ্যায় ওই কিশোরী শহরের গোয়ালচামট এলাকায় অসুস্থ বাবার জন্য ওষুধ কিনতে যায়। ওই সময় পাঁচ তরুণ কিশোরীকে মুখ বেঁধে তুলে নিয়ে যায় ও একটি বাড়ির পেছনে নিয়ে ধর্ষণ করে। বখাটেরা এ ঘটনা কাউকে না জানানোর জন্য কিশোরীকে ভয় ভীতি দেখায়। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাশেদুল ইসলাম বলেন, বুধবার ওই কিশোরী অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হলে এই ধর্ষণের বিষয়টি পুলিশের গোচরে আসে। পরে ওই কিশোরীর সাথে কথা বলে বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সাইফুর রহমান বলেন, ধর্ষণের শিকার ওই কিশোরী বর্তমানে চিকিৎসাধীন আছে। তাকে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থনান্তর করা হবে।