ফকিরহাট সদর ইউপির উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত


ফকিরহাট উপজেলার ৪নং ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ মে সকাল ১১টায় বাজেট সভাটি পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সদর ইউপি চেয়ারম্যান শিরীনা আক্তার কিসলুর সভাপতিত্বে ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন। ইউপি সচিব আশীষ কুমার ব্যানার্জীর সঞ্চালনয় ওই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ শাহ মোঃ মহিবুল্লাহ।
উন্মুক্ত বাজেট সভায় ফকিরহাট বাজার বনিক সমিতির সভাপতি শেখ সিরাজুল ইসলাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, শিক্ষক সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার গন্যমান্য ব্যক্তিবর্গ, ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্যগন, তথ্য সেবাকর্মী এবং গ্রামপুলিশ গন উপস্থিত ছিলেন।