ফকিরহাট সদর ইউনিয়ন আ’লীগের নির্বাচনোত্তর পর্যালোচনায় বর্ধিত সভা

বাংলাদেশ আওয়ামী লীগ ফকিরহাট সদর ইউনিয়ন শাখার নির্বাচনোত্তর পর্যালোচনায় বিশেষ বর্ধিত সভা শুক্রবার সন্ধ্যায় কাজি আজহার আলি কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়েছে। ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর পর্যালোচনা সংক্রান্ত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ।

এতে সভাপতিত্ব করেন সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ মনিরুল ইসলাম। ফকিরহাট সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সুমন মল্লিকের সঞ্চালনায় সভায় ইউনিয়ন নির্বাচন সমন্বয়কারী ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুর রাজ্জাক, সমরেশ রায় চৌধুরী, শেখ মুস্তাহিদ সুজা, যুগ্ম সাধারণ সম্পাদক হিটলার গোলদার, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. শেখ মো কামরুল হাসান। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের বিভিন্ন নেতা-কর্মী উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *