ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক  অভিযান, গ্রেপ্তার-৮ 

ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৮জন ওয়ারেন্টভুক্ত
পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়, রোববার এসআই সঞ্জিব, এসআই আকরাম, এসআই সঞ্জয়, এএসআই আব্দুল্লাহ
আল-মামুন, মফিজ, সুমন ও শামিম সহ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো-ধনপোতা গ্রামের গোলাম রহমানের তিন ছেলে হানজাল সেখ, রুহুল
আমিন সেখ, ইসরাইল সেখ, কচুয়া গ্রামের রফিক সেখের ছেলে হেলাল সেখ, ফলতিতা গ্রামের
ভীম রায়ের ছেলে কৃষ্ণ পদ রায়, বটতলা এলাকার মৃত পরিমলের ছেলে শ্রীবাস, মাসকাঠা গ্রামের
মো. ইমরানের ছেলে বাহউদ্দিন, ধনপোতা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আলিমুন।
ফকিরহাট মডেল থানার অফিসার্স ইনচার্জ মু. আলীমুজ্জামান ৮জন গ্রেপ্তারের বিষয়টি
নিশ্চিত করেছেন। তিনি বলেন গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী।
কারো বিরুদ্ধে নারী ও শিশু নিয়াতন দমন আইন মামলা, কারো বিরুদ্ধে মারামারি মামলা ও কারো
বিরুদ্ধে চেকের মামলা রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *