ফকিরহাটে ভেনামি চিংড়ি চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ফকিরহাট ফলতিতা কেরামত আলী মার্কেট চত্ত্বরে ভেনামি চিংড়ি চাষে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ ডিসেম্বর) বিকেল ৪টায় কলকাতা মেসার্স এ.এম এক্সপোর্টের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এ.এস.এম রাসেল। মূলঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাস, মোড়লগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, খুলনা মৎস্যজীবী সমিতির সহসভাপতি বিকাশ চন্দ্র বিশ্বাস, সাতক্ষরিা হাসান এন্টার প্রাইজের প্রোপাইটর মো. হাসান উজ্জামান, বিশিষ্ট সমাজসেবীকা জোৎসনা দত্ত। অনুষ্ঠানে আহবায়ক ছিলেন মৎস্য ব্যবসায়ি সুজয় হালদার।
এসময় বিভিন্ন মৎস্য ব্যবসায়ি ও মৎস্য চাষী উপস্থিত ছিলেন।