“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যকে সামনে সামনে তুলে ধরে বাগেরহাটের ফকিরহাটে ভূমিসেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভূমি অফিসের আয়োজনে সোমবার (১০ জুন) সকাল ১০টায় র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া সিদ্দিকা সেতু। এসময় আরো উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, ইউনিয়ন ভূমি কর্মকর্তা আনিচুর রহমান, উপসহকারী ভূমি কর্মকর্তা মো. জাকির হোসেন, মেহেদী হাসান, আ. জব্বার, ফাতেমা তুজ জোহরা মিলি, এসিল্যান্ড অফিসের প্রধান সহকারী শরীফ নাজমুল হুদা,নাজির রুবিয়া আক্তার প্রমুখ ।