বাগেরহাট-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বার বার নির্বাচিত সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের নৌকা প্রতীকের পক্ষে ব্যাপক জনসংযোগ করছেন দলীয় নেতা-কর্মীরা।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলা সদর এলাকায় ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করেন দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. কওসার আলী ফকির, সহ-দপ্তর সম্পাদক আহসান টিটু, বাহিরদিয়া-মানসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা খান আনোয়ার হোসেন বাবলু, বিশ্বাস ইবারাত আলী, মো. গফুর সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন কর্মী-সমর্থক। এসময় ভোটাদের কেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেওয়ার অনুরোধ জানান তারা।
বাগেরহাট-১ আসনে এবার ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগের শেখ হেলাল উদ্দিন এমপি (নৌকা), জাতীয় পার্টির মো. কামরুজ্জামান (লাঙ্গল), তৃনমূল বিএনপির মাহফুজুর রহমান (সোনালী অঁাশ), বাংলাদেশ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) এর মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর), ন্যাশনাল পিপলস পার্টির বাসুদেব গুহ (আম), বাংলাদেশ কংগ্রেস-এর আতাউর রহমান আতিকী (ডাব) প্রতীকে নিয়ে নির্বাচনে লড়ছেন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৩ হাজার ৬৭ জন।