ফকিরহাটে  ঠিকাদারের  বাড়িতে ডাকাতির ঘটনায় মামলা দায়ের

ফকিরহাটে গভীর রাতে ঠিকাদারের বাড়িতে দুর্ধষ 
ডাকাতি ঘটনা ঘটেছে। ঘটনাটি শুক্রবার দিবাগত গভীর রাতে ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ভূক্তভোগী পরিবার ও স্থানীয়রা জানায়, ঘটনার রাতে ফকিরহাট উপজেলার বেতাগা ইউনিয়নের মহিষ প্রজনন ও উন্নয়ন খামার 
সংলগ্ন এলাকার বাসিন্দা মো: কামাল হোসেন নামের এক ঠিকাদারের নবনির্মিত পাকা বাড়ির গ্রিল কেটে অস্ত্রধারী ডাকাত দল ঘরে প্রবেশ করে। এ সময় ঠিকাদার কামাল তার বৃদ্ধ পিতা, স্ত্রী ও শিশু সন্তানসহ সকলকে মারপিটসহ অস্ত্রের মুখে 
জিম্মি করে সকলকে রশি দিয়ে বেধেঁ এক রুমে আটক করে রাখে। এরপর ডাকাত দল ঘরে থাকা নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা ও স্বর্ণালংকার সহ গুরতপূর্ণ কাজপত্র নিয়ে পালিয়ে যায়। 
ভুক্তভোগী পরিবার আরও জানায়, ডাকাত দল আনুমানিক রাত ১টায় ঘরে প্রবেশ করে ডাকাতিকৃত মালামাল নেওয়ার পর তারা ফ্রিজে ও কিচেন রুমে থাকা খাবার খেতে থাকে। পরে ডাকাতদল 
মটর সাইকেল ও একটি প্রাইভেট কারে পালিয়ে যায়।
এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো খাইরুল আনাম জানান, এ ঘটনায় থানায়একটি মামলা হয়েছে। ডাকাতির সাথে জড়িতদের আটকের অভিযান 
অব্যাহত রয়েছে। 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *