ফকিরহাটে চিত্রা নদীতে ৬২তম ঐতিহ্যবাহী  নৌকাবাইচ অনুষ্ঠিত

ফকিরহাটে উৎসবমূখর পরিবেশে মূলঘর চিত্রা নদীতে ৬২তম গ্রামবাংলার
ঐতিহ্যবাহী নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে।
নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে হাজারো মানুষের ঢল নামে। বাঙালি সংস্কৃতির প্রাচীনতম
এ উৎসব উপভোগ করতে শিশু-কিশোর ও নারী-পুরুষেরা আনন্দে মেঠে উঠে।
শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা। এতে ১০টি নৌকা অংশগ্রহন
করে। উৎসবমূখর এ নৌকাবাইচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিশ্বকর্মা পূজা উপলক্ষে অনুষ্ঠিত নৌকাবাইচ এর আয়োজন করে ত্রি-পল্লী মাঝি মিলন সংঘ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনোয়ার
হোসেন, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, নলধা-মৌভোগ ইউপি চেয়ারম্যান
সরদার আমিনুর রশিদ মুক্তি, অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মো.
আবু বকর, র ত্রি-পল্লী মাঝি মিলন সংঘের নরেন্দ্রনাথ মজুমদার, পিযুষ কান্তি সরকার, মহাদেব
বিশ্বাস মদন প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *