ফকিরহাটে গাছের চারা উপড়ানো ও কর্তনের ঘটনায় থানায় অভিযোগ
ফকিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাঁশের চারা উপড়ানো সহ বিভিন্ন প্রকার ফলজ ও বনজ গাছের চারা কর্তনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ভুক্তভোগী কতৃক অভিযোগ দায়ের হয়েছে ফকিরহাট মডেল থানায়। মডেল থানা কতৃপক্ষ অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করেছে।
অভিযোগ সুত্রে প্রকাশ, ফকিরহাট উপজেলার মানসা গ্রামের মৃত আঃ আজিজ শেখ এর পুত্র আহম্মদ আলী শেখ ৫৫৪ নং দাগে ৭৪ শতক জমির মধ্যে ৩৭ শতক জমি ভোগ করেন যেখানে তার ২টি দুইতলা ভবন রয়েছে। নিজ বাড়ী ও ভোগ দখলীয় ওই জমির উত্তর পাশে তিনি মেহগনি, শিরিশ, আম সহ বাঁশ গাছ লাগিয়েছেন। গত ১৫ অক্টোবর, ২০২২ ইং তাং শনিবার রাত ১১টার দিকে মৃত আবু বক্কার শেখ এর পুত্র মোঃ মনিরুজ্জামান শেখ চারা গুলো উপড়াইয়া ও কর্তন করিয়া ফেলে। ওই সময় টের পেয়ে তিনি চারা উপড়ানো ও কর্তনে বাধা প্রদান করিলে তিনি হুমকি-ধামকির সম্মুখীন হন। তৎ পরবর্তী তিনি ঘটনাটি বাহিরদিয়া মানসা পুলিশ ফাড়িকে অবহিত করেন। পুলিশ ফাড়ির ইনচার্জ শুভজিৎ গুহ পরদিন দুপুরে ঘটনাস্থলে যান। এরপর ভুক্তভোগী আহম্মদ আলী শেখ ফকিরহাট মডেল থানায় অভিযোগটি দায়ের করেন। ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুঃ আলীমুজ্জামান অভিযোগ প্রাপ্তীর বিষয় নিশ্চিত করে বলেন,বিষয়টি তদন্তে বাহিরদিয়া মানসা পুলিশ ফাড়ির ইনচার্জ শুভজিৎ গুহকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের পর পরবর্তী ব্যাবস্থা গ্রহণ করা হবে।
গাছের চারা উপড়ানো ও কর্তনের বিষয়ে মোঃ মনিরুজ্জামান বলেন, “ওই জমি আহম্মদ আলীর না, জমি আমার।জোর করে লাগানো চারা আমি উঠিয়ে ফেলেছি”।