ফকিরহাটে নিরাপদ উদ্যানতাত্ত্বিক ফসল উৎপাদন সংগ্রহোত্তর প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দুই দিন ব্যপি উপসহকারী কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত। উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১টায় অনুষ্ঠিত প্রশিক্ষনে প্রথম দিনে প্রধান প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ জি এম এ গফুর। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা অঞ্চলের কৃষি বিভাগের (ডিএই) উপ-পরিচালক কৃষিবিদ হাসান ওয়ারেসুল কবীর, বাগেরহাট কৃষি বিভাগ (ডিএই)
এর উপ-পরিচালক কৃষিবিদ মো: শফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: নাছরুল মিল্লাত, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তন্ময় দত্ত প্রমূখ। দুইদিন ব্যপি এই প্রশিক্ষনে তিনটি উপজেলা থেকে মোট ২৫জন উপসহকারী কৃষি কর্মকর্তা অংশগ্রহন করছেন।