গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেসক্লাব টুঙ্গিপাড়ার সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন “দৈনিক শতবর্ষের সম্পাদক ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার টুঙ্গিপাড়া প্রতিনিধি এস এম তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছে এসএম বিপুল ইসলাম। এর আগে ৩০/০৯/২০২৩ ইং তারিখ রোজ শনিবার প্রেসক্লাব টুঙ্গিপাড়ার নির্বাহী সংসদের সিদ্ধান্তের প্রেক্ষিতে আলোচনা সভার সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস পূর্বে কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষনা করেন।
পরর্বতীতে ০৭/১০/২০২৩খ্রিঃ তারিখ রোজ শনিবার প্রেসক্লাব টুঙ্গিপাড়ার নির্বাহী সংসদের ত্রিবার্ষিক সম্মেলনের আনুষ্ঠানিক তারিখ ঘোষনা করেন। সে প্রেক্ষিতে পূর্বে নির্ধারিত তারিখ অনুযায়ী অত্র প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম অপু ও সদস্য মোঃ রেজাউল হক বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু নাইম মোঃ মামুনের তত্ত্বাবধায়নে সদস্যগণের উপস্থিতিতে ভোট প্রক্রিয়ার মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বীতায় এস এম তরিকুল ইসলাম সভাপতি ও এস এম বিপুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরে ০৭/১১/২০২৩খ্রিঃ তারিখ রোজ মঙ্গলবার প্রেসক্লাব টুঙ্গিপাড়ার উপদেষ্টাসহ ২৭ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করেন।
২৭ সদস্যের প্রেসক্লাব টুঙ্গিপাড়ার কার্যনির্বাহী সংসদের অন্যরা হলেন- সহ-সভাপতি মঈনুল ইসলাম অপু, মোঃ মাহবুবুর রহমান মুরাদ, প্রকৌশলী গাজী নুরুল ইসলাম, প্রিন্স হোসেন বাবু, যুগ্ম-সাধারণ সম্পাদক, আবু নাইম মোহাম্মাদ মামুন, সফিক শিমুল, শেখ মাইদুর রহমান সুমন, মোঃ শামীম হাসান ছাদ্দাম, সাংগাঠনিক সম্পাদক, প্রকৌশলী বি এম শামিম, সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক, মাখন অধিকারী মিন্ঠু, কোষাধ্যক্ষ ফারহান লাবিব, প্রচার সম্পাদক মোঃ আল আমিন মোল্লা মিল্টন, মানব অধিকার বিষয়ক সম্পাদক বিল্পব হোসেন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বি এম সাইফুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আল আমিন, ক্রিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জামাল সরদার, নির্বাহী সদস্য মোঃ রেজাউল হক বিশ্বাস, স্বর্ণালি ইয়াসমিন, মোঃ রবিউল ইসলাম, মাহফুজুর রহমান, মঈনুল ইসলাম, এ কে পারভেজ, মোঃ নাহিদ বিশ্বাস, মোঃ রবিউল বিশ্বাস প্রমুখ।