টুঙ্গিপাড়া প্রতিনিধিঃ মোঃ আশরাফ আলী বিশ্বাস (মাসুম)
সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে মোরা পরের তরে। আমাদের মধ্যে অনেকেই এমন আছে যারা বাল্যকাল থেকে এ নিষ্ঠা ধারন করে মানুষের সেবা করে আসছেন । যাদের জীবন সাধনার নামই হচ্ছে মানব কল্যাণ। করোনার এই ক্রান্তিকালে যারা অসহয় বিত্তহীন মানুষের পাশে দাড়িয়েছেন আমরা তাদের সকলকে শ্রদ্ধা ভরে স্মরন করছি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সভাকক্ষে আজ সকাল ১১ টায় গণপ্রজান্ত্রী বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান মন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিলে টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ১৩৬ জন বীর মুক্তিযোদ্ধা ১,৩০,০০০ (এক লক্ষ ত্রিশ হাজার) টাকা টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও ভার প্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নাকিব হাসান তরফদার এর কাছে হস্তান্তর করলেন। এসময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ সোলায়মান বিশ্বাস, আওয়ামীলীগের সভাপতি আবুল বাশার খায়ের,পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। কোভিট ১৯ করোনা ভাইরাসে আক্রান্ত পুরো পৃথিবী, আক্রান্ত আমাদের মাতৃভুমি।
ঘর বন্দি কোটি মানুষ। সহয় সম্বলহীন মানুষেরা রয়েছেন চরম দূর্ভোগে। আর সেই সহায় সম্বলহীন মানুষের পাশে আজ দাড়ালো দেশের বীর সন্তান মুক্তিযোদ্ধারা। যারা ১৯৭১ এ দিয়েছিল একটি স্বাধীন বাংলাদেশ। তাদের সেই দেশ প্রেম যেনো আজ আবার ও দেখতে পেলাম।