কক্সবাজারে পুলিশের গুলিতে সাবেক সেনা কর্মকর্তা নিহতের সঙ্গে জড়িত বাহারছড়া ফাঁড়ির আইসিও লিয়াকত আলীর বাড়ি গোপালগঞ্জ এবং তার পিতা গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি বলে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায়, প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, বাংলাদেশ আওয়ামী লীগ গোপালগঞ্জ জেলা শাখার দপ্তর সম্পাদক ইলিয়াস হক ও পৌর আওয়ামলীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বাড়ি গোপালগঞ্জ না। এবং তার পিতা আলাউদ্দীন নামে পৌর আওয়ামী লীগে কোন সহ-সভাপতি নাই। এমনকি এই নামে আওয়ামী লীগের কোন প্রাথমিক সদস্য ও নাই। বিভিন্ন গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে গোপালগঞ্জকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্য মিথ্যা, বিভ্রান্তিমুলক প্রচার করা হচ্ছে। যাহা বাংলাদেশ আওয়ামী লীগ এবং গোপালগঞ্জের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এই ধরনের মিথ্যা ও গুজব রটানো সামাজিক যোগাযোগের মাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমকে বিভ্রান্তিমুলক প্রচার থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছেন । অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বাড়ি চট্রগ্রামের পটিয়া । পিতা মৃতঃ সাহেদ । অথচ বিভ্রান্তি ও মিথ্যা প্রচার করা হচ্ছে তার বাড়ি গোপালগঞ্জ এবং তার পিতা আলাউদ্দীন গোপালগঞ্জ পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি যা সম্পূর্ন মিথ্যা ও বিভ্রান্তিমুলক অপপ্রচার। গনমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। এ ধরনের বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।