মাছের রাজা ইলিশ দেশের রাজা পুলিশ, আপনি মারলে খুন তিনি মারলে এনকাউন্টার, হাতে পেয়েছে অস্র গুঁজেছে মাঝাতে, সামনে পেয়েছে যাকে ধরেছে তাঁকে। নিয়ে এসেছে থানায় হয়তো বা ইয়াবা নয়তোবা গাঞ্জা খাতির করে দিয়েছে পকেটে। উপকার করে মাদক ব্যাবসায়ি বানিয়ে দিয়েছে বলেছে তিনি মাদক বিক্রেতা গিয়ে ছিলাম স্পটে ক্রেতা সেজে ধরতে মাদক ব্যাবসায়িকে। ওমনি খপাস করে ধরেছি বাপু কই যাও পালিয়ে। এই খবর শুনে সাংবাদিক খুজে কাকে আটক করলো খুঁজে দেখে তিনি বেচারা স্কুল শিক্ষক করেছিলো প্রতিবাদ তাই তো আজ তিনি মাদক কারবারি বলোনা বাহ বাহ। এবার সাংবাদিক ভাই জানতে চাইছে কেনো তাকে আটক করলে ওমনি ওসি সাহেব বল্লে কে তুমি কেনই বা এসেছো তুমি কি তার সহযোগি। এবার সাংবাদিক ভাই নড়ে চড়ে বসলো একটু ভয়ে ভয়ে তোর জোর শুরু করলো। ওমনি ওসি সাহেব ফোন করলো ওপারেতে প্রেস ক্লাব সভাপতি সাহেব ফোনটি তুল্লো। কি হয়েছে কি হয়েছে মোর ভাইটি ওসি সাহেব বল্লো সাংবাদিক নাকি এসেছে মাদক কারবারির তদবির করতে এবার সভাপতি সাহেব বল্লেন না না না এতো হতেই পারে না সাংবাদিক আমি দালাল আমি আমিই একা সব। ও নয়তো সাংবাদিক চাঁদাবাজ ও বটে এই মুহুর্তে আটক ওকে করেন ওখানে। ওমনি ওসি আটক করলেন সত্য নিষ্ঠা সাংবাদিককে মামলা দিলেন চাঁদা বাজি ও ডিজিটাল নিরাপত্তা আইনেতে। হলো এবার বুঝুন এবার পাওয়ার কতো ওসির দালাল যে ঘরেতে মোর দেখলেন এবার বটে তাইতো অনেকেই আজ ঘর পোড়ার মাঝে ও আলু পোড়া খুঁজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।