খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকার জন্য যতটুকু সম্ভব খাদ্য উৎপাদনে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারই ধারাবাহিকতায় পিরোজপুরে দায়িত্বরত সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ গোলাম মোস্তফা এর উদ্যোগে পিরোজপুর পৌর ভূমি অফিসের সামনে আজ বুধবার বিকেলে আম, মালটা, লেবু ,পেয়ার ইত্যাদি বিভিন্ন প্রকার ফলের গাছ লাগানো হয় । এ সময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সমর কুমার দাস ( বাচ্চু ) । পিরোজপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ইমাম হোসেন মাসুদ, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মুহা: অহিদুজ্জামান। উপজেলা ভূমি অফিস কানুনগো মো:হাবিবুর রহমান মৃধা, ইউনিয়ন ভূমি উপ সহকারি কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল ।