পিরোজপুরে তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মাদ্রাসা শিশু সহ এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। শহীদ সালাউদ্দিন গাজী ফাউন্ডেশন এর আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে পুরাতন মসজিদ প্রাঙ্গনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরান হোসেন সজিব এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস এম রেজাউল ইসলাম শামীম। বিশেষ অতিথি ছিলেন এপেক্স নৈশ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাম্মদ নজরুল ইসলাম নান্না, শেখপাড়া জামে মসজিদ এর ইমাম ও খতিব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, আদি পুরাতন জামে মসজিদের ইমাম ও খতিব মোহাম্মদ মোস্তাফিজ। এ সময় দুই শতাধিক মাদ্রাসা শিশু ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ও দোয়া করা হয়। প্রেসক্লাবের সভাপতি বলেন, রমজান মাস অনুশীলনের মাস, আমরা কিভাবে নিজেকে গড়তে পারি এবং কোরআন সুন্নাহর মাধ্যমে আমরা কিভাবে চলতে পারি, সেই বিষয়টি এই পবিত্র রমজান মাসে অনুশীলন করতে হবে।