পিরোজপুরে কৃষকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পিরোজপুরে দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ কৃষকলীগের সুবর্ণজয়ন্তী ও ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে শহরের সি ও অফিসচত্বরে বঙ্গবন্ধু শেখমুজিবু ররহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা কৃষকলীগের সভাপতি চান মিয়া মাঝি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দিলিপ কুমার মাঝি, জেলা কৃষকলীগের তথ্য ও গবেষণা সম্পাদক অধির রঞ্জন (গোপাল), পৌর কৃষকলীগের আহবায়ক আজাদ রহমান বাবুল, পৌর কৃষকলীগের প্রচার ও তথ্য বিষয়ক সম্পাদক এস এম মুর্শিদ, সাবেক জেলা স্বেচ্ছাসেবক-লীগের আহবায়ক সফিউলহক মিঠু, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক জিয়াউল আহসান জিয়া,সাবেক কাউন্সিলর হুমায়ুন কবির ও আব্দুল হাই-সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সফিউল হক মিঠু বলেন, প্রধানমন্ত্রী শেখহাসিনার আমলে দেশের কৃষকরা ভালো থাকেন ।তারা তাদের পণ্যের ন্যায্য মূল্য পান। সরকার বিনা মূল্যে সার, বীজ, ও কীটনাশক-সহ কৃষি কাজের যাবতীয় যন্ত্র-পাতি প্রদান করে সব সময় তাদের পাশে থাকেন। কৃষক তাদের অস্থিত্ব খুজে পায় আওয়ামীলীগ সরকারআমলে। এসময় তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এর র্দীঘ আয়ু কামনা করেন। চান মিয়া মাঝি বলেন, বি এন পি সরকারের আমলে কৃষকদের সারের জন্য গুলি করে হত্যা করা হয়েছিল কিন্তু আজ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে তাদের যাবতীয় উপকরণ বিনামূল্যে পাচ্ছেন।