পিরোজপুরে কমরেড হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা

 প্রখ্যাত কমিউনিস্ট নেতা ও সাবেক ছাত্রনেতা কমরেড হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা জানিয়েছে পিরোজপুর জেলা কমিউনিস্ট পার্টি। সোমবার সকালে জেলা কমিউনিস্ট পার্টি অফিসে কমরেড রনোর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কমিউনিস্ট পার্টি, ক্ষেতমজুর সমিতি,কৃষক সমিতি,যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ। এসময় তার প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন সবাই। এসময় উপস্থিত ছিলেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি ও ক্ষেতমজুর সমিতি সভাপতি ডাঃ তপন বসু,সাবেক ছাত্রনেতা ও কৃষক সমিতির সহ-সভাপতি ইখতেহার হোসেন পান্না,জেলা কমিউনিস্ট পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর হোসেন, সম্পাদক মন্ডলীর সদস্য স্বপন চক্রবর্তী, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি ইমন চৌধুরী সহ আরো অনেকে। এসময় জেলা কমিউনিস্ট পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাহাদুর হোসেন বলেন, আগামী সপ্তাহে জেলার সকল পার্টির নেতাকর্মীদের নিয়ে বৃহৎ পরিসরে কমরেড হায়দার আকবর খান রনোর স্মরণসভা অনুষ্ঠিত হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *