পিরোজপুরে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে শিশু সুরক্ষা বিষয়ক ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণ
পিরোজপুরে চ্যানেলস অব হোফ শিশু সুরক্ষা বিষয়ক হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ২ দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে । ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, পিরোজপুর এপির আয়োজনে আজ সোমবার(১৬ মে) সকালে পিরোজপুর শহরের ‘ডাক দিয়ে যাই’ সংস্থার সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণে উদ্বোধন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর কোস্টাল রিভার ব্যাসিন ক্লাসস্টার, বরিশাল এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল।
সভায় সভাপতিত্ব করেন পিরোজপুর এপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার মিল্টন সিং। এ সময় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ফিল্ড এ্যাডভোকেসি এ্যান্ড সোসাল একাউন্টাবিলিটি কো-অর্ডিনেটর মোসা.বিউটি কুইন, পিরোজপুর এপির প্রোগ্রাম অফিসার ফ্রান্সিস সামুয়েল সোম, পলিন সরদারসহ পিরোজপুর এপির স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ প্রদান করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রাক্তন চেয়ারপার্সন নমিতা মন্ডল।
প্রশিক্ষক জানান, সোম ও মঙ্গল এ ২দিন ব্যাপী প্রশিক্ষণে ধর্মীয় আঙ্গিকে শিশু সুরক্ষা, শিশু অধিকার, শিশু ও নারীর প্রতি সহিংস আচরন এবং অপরাধমূলক কাজ থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল, শারিরীক শিক্ষা সম্পর্কে আলোচনা করা হবে। এসময় প্রশিক্ষণে ৩০ জন হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ অংশ নেন।