পিরোজপুরের বিশ্ব মানবাধিকার দিবস পালিত

পিরোজপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে । মানবাধিকার দিবস বাস্তবায়ন কমিটি বাংলাদেশ মহিলা পরিষদ ও ব্রাক সহ বিভিন্ন এনজিওর বাস্তবায়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় শহীদ মিনার সড়কে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ মহিলা পরিষদ, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি সহ বিভিন্ন এনজিও একত্রে এ মানববন্ধনে অংশ নেন । এ সময় বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার হেনা, লিগাল এইড সম্পাদক মিনারা বেগম, ব্র্যাক সেলপ অফিসার উজ্জলা মন্ডল, গণ উন্নয়ন সম্পাদক জিয়াউল হাসান সহ বিভিন্ন এনজিওর প্রতিনিধিগণ।

এ সময় বক্তারা বলেন নারী নির্যাতন বন্ধ করতে হবে, নারীর ক্ষমতা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে, নারীর প্রতি যেন কোন বৈষম্য না হয় সেদিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *