পিরোজপুর দৈনিক শতবর্ষ প্রতিনিধি: উওম কুমার
পিরােজপুরের নাজিরপুরে হতদরিদ্র পরিবারের ১০ । টাকা কেজি দরে সরকারের খাদ্যবান্ধব ফেয়ার প্রাইজ কর্মসূচির চাল বিতরণে অনিয়ম ও কালাে বাজারে বিক্রির চেষ্টার অভিযােগে আবুল কালাম ও মোস্তফা । | নামে দু ‘ জনকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে । ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও মােহাম্মদ ওবায়দুর রহমান । দন্ডপ্রাপ্ত আবুল কালাম উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য এবং মােস্তফা একই ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চৌকিদার । আজ বৃহস্পতিবার বিকেলে ওই ইউনিয়নের বৈঠাকাটা বাজারে সংশ্লিষ্ট ইউনিয়নের ওএমএস ডিলার মহসিনের গােডাউনে তল্লাশী করে ওই কর্মসূচীর ২৬ বস্তা চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার | ( ইউএনও ) মােহাম্মদ ওবায়দুর রহমান ।