পানি চলাচলে প্রতিবন্ধকতার কারণে মৌসুমি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ১০নং সৈয়দপুর ইউনিয়নের বড়িয়াহাট থেকে বুড়াবুড়ি বাজার রাস্তার একটি ব্রিজের মুখ ভরাট করে পানির প্রবাহ বন্ধ করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ব্রিজের সামনের অংশ ভরাট করে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে পানি চলাচল। এতে এলাকার শতশত একর জমিতে জোয়ার-ভাটার পানি ওঠানামা না করতে পারছে না। ফলে জমিগুলো দিনদিন উর্বরতা হারিয়ে ফেলছে।

জানা গেছে, উপজেলার বড়িয়াহাট থেকে বুড়া-বুড়ি বাজারের সড়কের ব্রিজের সামনের অংশ মাটি ভরাট করে বাড়ি নিমার্ণের পায়তারা চালাচ্ছে মো. ছামছুল মিয়া । এতে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। বড়িয়াহাট থেকে বুড়া-বুড়ি বাজারের সড়কের ব্রিজের সামনের অংশ ভরাট করার কারণে পানি নিষ্কাশন বন্ধ হয়ে গেছে। সরেজমিনে দেখা গেছে, ওই সব এলাকায় স্থায়ী জলাবদ্ধতার কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগে পড়ে এলাকাবাসী। স্থানীয় ইউপি সদস্য মোঃ বেলাল হোসেন বলেন, সরকার কৃষকদের নানাভাবে কৃষি উৎপাদনে উৎসাহিত করে।

সার, বীজ, অর্থ প্রণোদনা হিসেবে কৃষকদের হাতে তুলে দেয়। চাষাবাদ ও পানি নিষ্কাশনের জন্য মরা খালগুলো পুনঃখনন করতে কোটি কোটি টাকা খরচ হয়েছে। অথচ উপজেলার এই জায়গায় ব্রিজের সামনের অংশ ভরাট করার কারণে পানির প্রবাহ বন্ধ হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। মৌসুমের শুরুতে যখন চাষাবাদের জন্য পানির প্রয়োজন তখন প্রতিবন্ধকতার জন্য পানি স্বাভাবিকভাবে প্রবেশ করতে পারে না।

স্থানীয় কৃষকরা বলেন, পানি চলাচলে প্রতিবন্ধকতার কারণে আমাদের মৌসুমি ফসল উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হয়। বর্ষা মৌসুমে বৃষ্টির পানি নিষ্কাশন না হওয়ার ফলে উঁচু জায়গা পানিতে ডুবে রাস্তাঘাট ও গাছপালার ক্ষতি হয়। অপরদিকে পানির চলাচলের পথ বন্ধ করার বিষয়ে মোঃসামছুল মিয়া বলেন, ‘পানি চলাচলের খালটি আমাদের মালিকানাধীন ছিল। নিজস্ব প্রয়োজনে ভরাট করা হয়েছে।’ এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে তদন্ত করে ব্যবস্থা নেওয়া জোর দাবী জানান এলাকাবাসী।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *