পাটগাতী বাজারে লকডাউনের খেলা

সারা দেশের ন্যায় টুঙ্গিপাড়া উপজেলাও লকডাউনের আওতায়। কিন্তু পাটগাতী বাজারের মানুষের পদচারনায় আর বাজারের দোকান খোলা দেখে মনে হয় যে আমরা লকডাউন খুব ভালোভাবে মানতেছি। প্রতিদিনের মতো আজ যখন প্রশাসন মাঠে নামে তখন দোকান আর মানুষ শূণ্য থাকে বাজার

 

প্রশাসন চলে গেলে আবার লোকজনের পদচারনা বাড়ে। এ দেখে মনে হয় আমরা সচেতনা নয় অসচেতনের পরিচয় পায়। এলাকার 60% মানুষ কোনরকম সুরক্ষাই ছাড়া বাইরে চলাচল করে। ফাইয়ার সার্ভিস কর্মী তাদের জীবানূনাশক স্প্রে করে চলে আসে। এতে লাভ কি আমরাতো আর সচেতন নয়।

আমরা আছি চোরপুলিশ খেলা নিয়ে ব্যস্ত। আমাদের মানসিকতা এমন যে, জরিমানা করো জরিমানা দেব কিন্তু দোকান খোলা    রাখব।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *