পরিবেশ বিপর্যয় রোধে বৃক্ষরোপণ

গাছপালা মানুষের পরম বন্ধু। কেবল প্রাণীর জীবনধারণের নিয়ামক অক্সিজেনের সরবরাহের জন্যেই নয়, বরং সে সাথে জীবন-জীবিকা সংশ্লিষ্ট আরও অজস্র প্রয়োজনে বৃক্ষের গুরুত্ব অপরিসীম। কিন্তু অবাধে ও নির্বিচারে বৃক্ষনিধন চলার ফলে দুঃখজনকভাবে পৃথিবী প্রতিদিন একটু একটু করে বৃক্ষশূন্য হচ্ছে। আমাদের সুজলা-সুফলা দেশেও বৃক্ষরাজি হ্রাস পাচ্ছে মারাত্মকভাবে।তাই আমাদের দৃঢ় প্রতিজ্ঞা হোক: বৃক্ষ নিধন আর নয়, দেশকে করি বৃক্ষময়।

যেসব ব্যক্তি ও সংগঠনের মধ্যে এ প্রত্যয় রয়েছে, তাদের কারণে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবেও থেমে নেই পরিবেশ-বান্ধব বৃক্ষ রোপন। নিজ উদ্যোগে আজ ২১ জুলাই (মঙ্গলবার) সকাল থেকে গোপালগঞ্জ জেলার গোপিনাথপুর ইউনিয়নে নিজ উদ্যোগে ১শত বৃক্ষ রোপণ করেন মোঃ সাকিব হাচান (শুভ)। মোঃ সাকিব হাচান শুভ জানায়, “পৃথিবীতে মানুষের ভালভাবে বেঁচে থাকার জন্য প্রকৃতিকে গাছপালা দিয়ে সবুজ-সতেজ প্রাণ প্রাচুর্যময় রাখা খুব দরকার। কিন্তু গাছ-গাছালি কমে যাওয়ায় হারিয়ে যাচ্ছে প্রকৃতির ভারসাম্য। তাই আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে বৃক্ষ রোপণ করা।”



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *