মোঃ ফারউদ্দীন এর ঠাকুর গাও জেলার হরিপুর বিডি ক্লিন ধারাবাহিকতায় গতকাল (০৩ আগষ্ট ২০২০) বিডি ক্লিন ঠাকুরগাঁও এর উপজেলা হরিপুর টিমে পৌঁছে যায় বিডি ক্লিন এর দিক নির্দেশনা। এতে উপস্থিত ছিলেন, বিডি ক্লিন ঢাকা ইউনিভার্সিটির সমন্বয়ক মোঃ ইসমাইল হোসেন সিরাজী ভাই বিডি ক্লিন ঠাকুরগাঁও এর সমন্বয়ক মোঃ মেহেরাব হোসেন ভাই বিডি ক্লিন ঠাকুরগাঁও এর উপ সমন্বয়ে লজিস্টিক মোঃ আরিফুজ্জামান ভাই সহ হরিপুর উপজেলার সকল সহযোদ্ধাগণ। সকলের সর্বোচ্চ চর্চা ও সচেতনতার মাধ্যমে পরিচ্ছন্ন হবে হরিপুর উপজেলা তথা গোটা বাংলাদেশ । আগামীর প্রজন্ম উপহার পাবে পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত বাংলাদেশ। ইনশাআল্লাহ!