পটুয়াখালীতে একুশে বই মেলায় মিলছে না পটুয়াখালী লেখক এর বই। বলছি কুয়াকাটার আজিমপুর গ্রামে তরুণ লেখক নুরুজ্জামান কাফির কথা। তিনি মুলত কন্টেন্ট ক্রিয়েটর বর্তমানে ফানি ভিডিও তৈরির পাশাপাশি সমাজের অসহায় মানুষকে সাহায্য করে ভিডিও বানিয়ে থাকেন। পটুয়াখালীতে চলছে একুশে বই মেলা।মেলায় স্টলে ঘুরে দেখা যায় তার বই পাওয়া যাচ্ছে না। এ বিষয় স্টল মালিকদের জিগ্যেস করলে তার যৌক্তিক কারণ দেখতে পারেনি এবং এ বিষয় নুরুজ্জামান কাফির উত্তর মিলেনি। প্রশান্ত নামে একজন বলেন,তিনি হচ্ছেন পটুয়াখালীর লেখক তার বই থাকাটা উচিত।তিনি নিজে যদি বই মেলায় এসে স্টলে বই বিক্রি করতেন তাহলে মেলায় অন্য রকম আনন্দ বা বেচা কেনা থাকতো। তাঁর প্রথম বই ‘আছি ছিলাম থাকব’ (২০১৮) দ্বিতীয় বই ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের BRTC’ (২০১৯) ও তৃতীয় বই ‘অদৃশ্য অসুখ তুমি’ লেখক হিসেবে তিনি এখন বেশ পরিচিত।