Header Border

ঢাকা, মঙ্গলবার, ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল) ৩০.৯৬°সে
শিরোনাম:
নওগাঁর রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ বরিশালকে উৎপাদনমুখী মেগা সিটি করার অঙ্গীকারে ইশতেহার ঘোষণা ইকবাল হোসেন তাপস নওগাঁর রাণীনগর বড়গাছা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা পটুয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প গোপালগঞ্জে এমপি’র স্বাক্ষর জাল করে সুবিধা নিতে গিয়ে আটক হলেন ২ প্রতারক বঙ্গবন্ধুর সমাধিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমানের শ্রদ্ধা নড়াইলের জমিদার’র কালিদাস ট্যাংক’ পুকুরের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যে নওগাঁর রাণীনগরে গোনা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা পিরোজপুরে  বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন নড়াইলে ফেনসিডিল রাখার দায়ে সাবেক পুলিশ সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

পটুয়াখালীতে সাত ব্যবসা প্রতিষ্ঠানে ২৮ হাজার পাঁচশত টাকা জরিমানা আরোপ ও আদায়

জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালিত হয়েছে। পবিত্র মাহে রমজান মাসে দ্রব্য মূল্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে অদ্য (২৫ মার্চ) রোজ শনিবার রমজানের দ্বিতীয় দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পটুয়াখালী জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে পটুয়াখালী সদরের নিউমার্কেট বাজার এবং চৌরাস্তাসহ বিভিন্ন এলাকায় বাজার তদারিকমূলক অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে মুদি দোকান,খাবার হোটেল, ইফতারির দোকান,তরমুজের দোকান, ফলেরদোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয়। এসময় ফলের দোকানে মূল্য তালিকা প্রর্দশন না করা এবং অস্বাস্থ্যকর ভাবে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ০৭ টি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ২৮,৫০০/- টাক্ জরিমানা আরোপ করা হয়। অভিযান চলাকালীন সময়ে ব্যবসায়ীগণসহ স্থানীয় নাগরিকদেরকে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সচেতন করা হয় এবং ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের ভোক্তা অধিকার আইনসহ অন্যান্য আইন মেনে ন্যায্য মূল্যে পণ্য ও সেবা বিক্রয়ের জন্য অনুরোধ ও নির্দেশনা প্রদান করা হয়।

জেলা কার্যালয়ের সহকারী-পরিচালক জনাব মোঃ শাহ্ শোয়াইব মিয়া জানান,জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহা-পরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং পটুয়াখালী জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের জেলা কার্যালয়ের নিয়মিত বাজার তদারকি অভিযান অব্যাহত রয়েছে আর বিশেষ করে প্রবিএ সিয়াম সাধনার এই মাহে রমজান মাসে কোন দোকানদার কিংবা ব্যবসায়িক নির্ধারিত মূল্যের বাইরে পণ্য বিক্রয় ও পণ্য মজুদকরে বাজারে কৃত্রিম সংকটের চেষ্টা করার কোন সুযোগ আর নেই।

এছাড়া ভোক্তাদের পণ্য ক্রয়ের ক্ষেত্রে প্রতিটি দোকান ও ব্যবসা-প্রতিষ্ঠানে বিক্রয়যোগ্য পণ্যের তালিকামূল্য দৃশ্যমান রাখা বাধ্যতামূলকসহ সকল প্রকার সুযোগ-সুবিধা প্রদানের জন্য সকল ব্যবসা প্রতিষ্ঠানকে অনুরোধ করা হয়েছে এবং অভিযান চলাকালে স্থানীয় জনতাসহ সাধারণ ভোক্তাদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট,প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে প্রয়োজনীয় যথাথথ নিদের্শনা প্রদান করা হয়। বিশেষ করে ভোক্তার অধিকার ক্ষুন্ন হয় এমন কোন ঘটনা ঘটলে প্রমানসহ লিখিত অভিযোগের মাধ্যমে অবগত করুন অথবা জরুরী প্রয়োজনে মুঠোফোনে (হটলাইন নাম্বার ১৬১২১) সরাসরি যোগাযোগ করে অভিযোগ করতে পারেন। তিনি আরও জানান, ভোক্তার অধিকার রক্ষার্থে ও জনস্বার্থে বাজার তদারকিমূলক এধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

নওগাঁর রাণীনগরে ভিক্ষুকদের মাঝে চার্জার ভ্যানগাড়ি ও ছাগল বিতরণ
নওগাঁর রাণীনগর বড়গাছা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
পটুয়াখালীতে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্প
নড়াইলের জমিদার’র কালিদাস ট্যাংক’ পুকুরের নাম পরিবর্তন নিয়ে বিতর্কের মধ্যে
নওগাঁর রাণীনগরে গোনা ইউপির উন্মুক্ত বাজেট ঘোষণা
পিরোজপুরে  বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর উদযাপন

আরও খবর