নড়াইলের প্রায়াত পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে এখনো ভুলিনি শ্রমিকরা
প্রায়াত পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাসকে ভুলেই গেছে নড়াইল বাসি ভুলিনি শ্রমিকরা।পহেলা মে রাতে নড়াইল নতুন বাস টার্মিনাল মসজিদে মিলাদ মাহ্ফিল শেষে টার্মিনাল চত্তরে তবারক হিসাবে খিচুড়ী বিতারন করেন, নড়াইল বাস ও মায়ক্রোবাস শ্রমিক ইউনিয়নের শ্রমিকগণ। নড়াইল পৌর-সভার সাবেক পৌর মেয়র মো:জাহাঙ্গীর বিশ্বাসের কথা নড়াইল পৌর বাসি কোন দিনও ভুলতে পারবেনা প্রায়াত জাহাঙ্গীর বিশ্বাসের অবদানের কথা।
গেল প্রথম ধাপের করোনায় প্রায়াত মেয়র জাহাঙ্গীর বিশ্বাস পৌর বাসির প্রতিটি অসহাদের ঘরে ঘরে ট্রাকে করে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছেন। বিপদে আপদে জাহাঙ্গীর বিশ্বাস কে পাসে পেয়েছেন পৌর বাসি,আজ পৌর বাসির জাহাঙ্গীর বিশ্বাস কে খুব দরকার বলে চিৎকার করছেন অভাবের তারনায়, চিৎকার করছেন,খুদার জালায়,চিৎকার করছেন অসহায় পরিবারের সদস্যদে মূখে খাবার তুলে দেয়ার জন্য।কে দিবে আমাদের মূখে খাবার তুলে,কে দিবে আমাদের বাবার মত ভালোবাসা,কে দিবে আমাদের সঠিক গার্ডিয়ানের মত পাসে থাকার সাহস ভরসা।
এদিকে নড়াইল বাস শ্রমিকগণদের দাবি প্রায়াত জাহাঙ্গীর বিশ্বাসের সরণে হলো না তারই রেখে যাওয়া ইউনিয়নে কোন মিলাদ মাহ্ফিল।কষ্ট ভরা মন নিয়ে পহেলা মে উপলক্ষে আমরা কিছু শ্রমিক চাদাঁ তুলে আমাদের নয়নের মনি জাহাঙ্গীর বিশ্বাসের আন্তার শান্তিকামনায় আমরা মিলাদ মাহ্ফিলের আয়োজন করেছি।কি করেনি ইউনিয়নের জন্য জাহাঙ্গীর বিশ্বাস,কি করেনি শ্রমিদের জন্য জাহাঙ্গীর বিশ্বাস,আজ তার নাম আমরা ভুলে গেছি,আপদে বিপদে আমরা জাহাঙ্গীর বিশ্বাস কে পাসে পেয়েছি বলেও জানান,শ্রমিকগণ।