নেছারাবাদে মুক্তিযোদ্ধাদের হাতে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন শ ম রেজাউল করিম
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেইন শেখ কামালের ৭৪ তম জন্মদিন পালন ও ১১ জন মুক্তিযোদ্ধার হাতে তাদের জন্য নির্মান করা বীর নিবাসের চাবি হস্তান্তর করেন মন্ত্রী শ ম রেজাউল করিম।
আজ (৫ আগস্ট) জাতির জনকের মুড়ালে ও শেখ কামালের প্রতিকৃতিতে পূস্প মাল্য অর্পনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ.ম রেজাউল করিম। এসময় উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, স্বরূপকাঠি পৌরসভার পক্ষ থেকে পুষ্পার্পণ করা হয়।
এরপর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী শম রেজাউল করিম ছাড়াও আলোচনায় অংশ নেন সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা এম সামসুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হক, পৌরসভার মেয়র মো. গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ, সম্পাদক এসএম ফুয়াদ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, উপজেলামহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম সিকদার, ইউপি চেয়ারম্যান হুমায়ুন বেপারী প্রমুখ।
সভা শেষে ১১ জন মুক্তিযোদ্ধার হাতে তাদের জন্য নির্মান করা বীর নিবাসের চাবি হস্তান্তর করেন মন্ত্রী শম রেজাউল করিম। পরে মন্ত্রী উপজেলা ইউনিয়ন পরিষদ মেম্বার এ্যাসোসিয়েশন আায়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।