নেছারাবাদে ছাত্র লীগের ন্যায্যমূল্যে সবজি বিক্রি

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচি অংশ হিসেবে মানুষের জীবনকে সহজ-শান্তির-সুখের করতে নেছারাবাদ উপজেলা ছাত্রলীগ নেতা তাওসিফ কবিরের নেতৃত্বে নেছারাবাদে ন্যায্য মূল্যের সবজি বিক্রি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১ টায় নেছারাবাদ উপজেলা রোডে স্বরূপকাঠি ক্লাবের সামনে এ সবজি বিক্রি কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় তাওসিফ কবির বলেন, সাধারণ জনগনকে অসুবিধায় ফেলার জন্য বিএনপি ও জামাত হরতাল অবরোধেরমত কর্মসূচি দিচ্ছেন।

তারা হরতাল অবরোধের নামে দেশে সন্ত্রাসী কার্যক্রম চালাছেন ও বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস করছেন। আর আমাদের প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা ভেবে কেন্দ্রীয় ছাত্র লীগকে নায্যমূল্যে সবজি বিতরণ নির্দেশ দিয়েছেন। তিনি আরও বলেন, বাংলাদেশের প্রতিটি মানুষের সুখ, দুঃখের কথা চিন্তা করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এ সময় আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা অভি সেন, পরশ তালুকদার, আবু রায়হান, জীবন হোসেন, তারেক, শাহরিয়ার, তাজ , হাসিব আহমেদ, রুদ্র সাহা, আম্মান হোসেনসহ অন্যান্য ছাত্রলীগের কর্মীরা।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *