আজ রবিবার (২০শে নভেম্বর) শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। দুইবারের বিশ্ব চাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষে সমর্থন দিয়ে পটুয়াখালীতে নীল-সাদা পতাকা নিয়ে র্যালী করেছে আর্জেন্টিনার সমর্থকরা।
রবিবার (২০ নভেম্বর) বিকেল ৩ টার সময় পটুয়াখালী সার্কিট হাউস তত্ত্বর থেকে পটুয়াখালীর আর্জেন্টিনা সমর্থকদের আয়োজনে বিশ্বকাপ উদযাপন উপলক্ষে এ শোভাযাত্র অনুষ্ঠিত হয়। এতে প্রায় আড়াই শত মোটরসাইকেল সহ দেড় হাজার সংখ্যক আর্জেন্টিনা সমর্থকরা এক হয়। র্যালী টি শহরের প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পটুয়াখালী মার্কেট, নতুন বাজার সহ সদর রোড হয়ে শেষে পূনরায় সার্কিট হাউজ চত্বরে এসে শেষ হয়।
এ সময় আর্জেন্টিনার বিশাল পতাকা সামনে নিয়ে চারিদিকেই প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় ফুটবলার লিওনেল মেসির নামে স্লোগানে প্রকম্পিত করেন ভক্তরা , এছাড়াও ডিজে ও আতশবাজি ফাটিয়ে আনন্দে মতে ওঠেন তারা।
আজ রবিবার (২০শে নভেম্বর) শুরু হচ্ছে কাতার বিশ্বকাপ। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২শে নভেম্বর বিকাল ৪টায় সৌদি আরবের সাথে অনুষ্ঠিত হবে।