নানা আয়োজনে গোপালগঞ্জে ঢাকা পোস্টের উদ্বোধন
নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জে অনলাইন নিউজ পোর্টাল ঢাকাপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় গোপালগঞ্জ পৌর সভার সম্মেলন কক্ষে এ উদ্বোধন করা হয়। গোপালগঞ্জ পৌরসভার মেয়র কাজী লিয়াকত আলী লিকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কেটে ঢাকাপোস্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ঢাকাপোস্টের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোয়াজ্জেম হোসেন মুন্না, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীর, গোপালগঞ্জ জেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও সিএনএন বাংলা টিভির গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এ.জেড. আমিনুজ্জামান রিপন, বৈশাখী টেলিভিশনের শেখ মোস্তফা জামান, সময় টিভির আমির হামজা, চ্যানেল এস টিভির জেলা প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক প্রথম আলো নতুন শেখ, মোহনা টেলিভিশনের মাসুদ পারভেজ, এশিয়ান এজের মিজানুর রহমান মানিক।