Header Border

ঢাকা, সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ (হেমন্তকাল) ২০.২৭°সে
শিরোনাম:
প্রিয় বড় ভাই || এবিএম কাইয়ুম রাজ ফকিরহাটে জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত গোপালগঞ্জে একটি রেস্টুরেন্ট থেকে এক ব্যক্তির মৃ’ত’দেহ উদ্ধার করেছে পুলিশ শ্যামনগরের রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কের অপরাধে জরিমানা কৈখালীতে ঘূর্ণিঝড় মোকাবিলায় সফল মাঠ মহড়া শিবপুরে ওজনে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা নওগাঁর রাণীনগরে বাগানের গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ চেয়ে ঢাবিতে মিছিল, ছাত্রসংসদ চালুর দাবি গোপালগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন   ফকিরহাটে ডলি বেগম(৩৫) নামের এক নারীকে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

নাজমুল খান (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নাজমুল খান (১৪) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হওয়ার প্রায় ১বছর পরে মো: মোস্তাকিন বেপারী (১৪) নামে এক স্কুল ছাত্র ও তার দুই ভাইয়ের বিরুদ্ধে খুন এবং অপহরণ মামলা দিয়েছে প্রতিপক্ষ। স্কুল ছাত্র মো: মোস্তাকিন বেপারী উপজেলার তালপুকুরিয়া গ্রামের আব্বাস আলী বেপারীর ছেলে ও তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র। মো: মোস্তাকিন বেপারী ও তার দুই ভাই তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটিকে মিথ্যা ও হয়রানিমূলক উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছেন। আজ বৃহস্পতিবার কোটালীপাড়া রিপোর্টাস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে স্কুল ছাত্র মো: মোস্তাকিন বেপারী লিখিত বক্তব্য পাঠ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে আমাদের গ্রামের মনির খানের ছেলে নাজমুল খান নিখোঁজ হন। নামজুল খান ও আমি একই সঙ্গে লেখাপড়া করতাম। শুনেছি, তালপুকুরিয়ার একটি রাস্তা নির্মানের গাড়ীতে উঠে নাজমুল খান উপজেলা সদরে নেমে তার মামা বাড়িতে যায়। এ বিষয়টি নিয়ে একাধিকবার এলাকায় শালিস বৈঠক হয়েছে। সেখানে ওই গাড়ীর ড্রাইভার সজল একই বক্তব্য দিয়েছেন। তিনি আরো বলেন, নাজমুল খান নিখোঁজের প্রায় ১ বছর পর চলতি মাসের ১৫তারিখ মনির খান বাদী হয়ে আমাকে ও আমার দুই ভাইসহ পাঁচ জনকে আসামি করে গোপালগঞ্জ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি খুন ও অপহরণ মামলা দায়ের করেন। মামলাটি বর্তমানে কোটালীপাড়া থানায় তদন্তধীন রয়েচে।

আমরা তিন ভাই নাজমুল খান নিখোঁজ হওয়ার সাথে জড়িত নই। তাই এই মিথ্যা ও হয়রানিমূলক মামলা থেকে বাঁচতে আমরা প্রশাসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করছি। সংবাদ সম্মেলনে মোস্তাকিনের ভাই সুজন বেপারী ও সোহেল বেপারী উপস্থিত ছিলেন। মামলার বাদী মনির খান বলেন, মোস্তাকিন ও আমার ছেলে নাজমুল একই স্কুলে একই সঙ্গে লেখাপড়া করতো। ঘটনার দিন দুজনে এক সঙ্গে স্কুলে যায়। বিকেলে মোস্তাকিন বাড়ি ফিরে আসে। কিন্তু আমার ছেলে ফিরে আসেনি। আমার ধারণা, মোস্তাকিন ও তার ভাইয়েরা আমার ছেলেকে অপহরণ করে খুন করেছে। মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এসআই মো: আব্দুল করিম বলেন, মামলাটি বর্তমানে তদন্তধীন রয়েছে। তদন্তের পরে সঠিক ঘটনা জানা যাবে।

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

কোটালীপাড়ায় দুই মাদক কারবারী গ্রেপ্তার
কোটালীপাড়ায় ২০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার
কোটালীপাড়ায় স্বামী জীবিত ! তবুও পাচ্ছেন তারা বিধবা ভাতা !!
কোটালীপাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত
কোটালীপাড়ায় যুবলীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন
কোটালীপাড়ায় ঐতিহ্যবাহি নৌকাবাইচ অনুষ্ঠিত

আরও খবর