নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে পড়ে

টুঙ্গিপাড়ায় নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে পড়ে আহত ২। আজ রাত ৯ টার সময়  টুঙ্গিপাড়ার পাটগাতি বাস স্ট্যাডে পানি উন্নয়ন বোর্ড এর অফিসের সামনে নসিমন গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক এবং যাত্রী সহ আহত ২। দুই জনের মধ্যে গুরুত আহত হয়েছে পিছনে থাকা যাত্রী সিরাজুল ইসলাম।

 

সিরাজুল ইসলাম এর বাড়ি সিরাজগঞ্জ। তিনি একজন কাপড় বিক্রেতা। জানা যায় তিনি ব্যবসার উদ্দেশ্যে টুঙ্গিপাড়ায় আসেন। প্রত্যক্ষদর্শীরা বলেন, গাড়িটি পাটগাতি বাজার থেকে গোপালগঞ্জে যাওয়ার সময় পাটগাতি স্ট্যান্ডের পানি উন্নয়নের সামনে আসলেই হটাৎ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহত দুইজন ব্যক্তিকে স্থানীয় লোকজন তাৎক্ষণিক টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রেরন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *