নবীনগর থানায় গ্রেফাতার ০৪ গরু চোর
২৬/০৭/২০২০ইং তারিখ গোপন সংবাদের ভিত্তিতে এসআই রুবেল ফরাজী, নবীনগর থানা এলাকায় বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে গরু চোর ১। মিলন মিয়া, পিতা-নছুর মিয়া,সাং-বেড়তলা, থানা-সড়াইল, জেলা-ব্রাহ্মণবাড়িয়া, ২। ওসমান , পিতা- কালো মিয়া,সাং-চাঁনপুর (দক্ষিনপাড়া) ৩। শামছুল হক, পিতা- খালেক মিয়া,সাং-চাঁনপুর, উভয় থানা-রায়পুরা, জেলা-নরসিংদী, ৪। মোঃ হারুন মিয়া, পিতা- হাবিবুর রহমান, সাং-সুহিলপুর, হিন্দুপাড়া, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা-ব্রাহ্মণবাড়িয়াদের গ্রেফতার করেন। আসামীদের হেফাজত হইতে 05টি গরু উদ্ধার করা হয়। এই সংক্রান্ত নবীনগর থানার মামলা নং-২৮, তাং-২৬/০৭/২০২০ইং, ধারা-৪৫৭/৩৮০ পেলাল কোড রুজু পূর্বক আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
(Older) টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নবনিযুক্ত নৌবাহিনীর প্রধান এর শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পগুচ্ছ অর্পন