নবীনগরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৬ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মাহফিলের আয়োজন

আজ ২৭ শে জুলাই ২০২০ এরকমই একটি দিন ২৭ শে জুলাই ১৯৯৪ সালে স্থাপিত হয় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।আজ তার ২৬ তম জন্মবার্ষিকী।এই উপলক্ষে নবীনগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে মিলাদ ও দোয়ার মাহফিল।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল ও বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল।কার্যক্রমের শুরুতে গরীবদের মাঝে নগদ অর্থ দান করা হয় এরপর জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।তারপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে পুষ্প অর্পণ করা হয়।এরপর শুরু হয় মিলাদ মাহফিলের কার্যক্রম।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীনগরের পৌর মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস।মিলাদ মাহফিল শেষে তবারক বিতরনের মাধ্যমে শেষ হয় ২৬ তম আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জন্ম বার্ষিকী।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *