জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শ্রীরামপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে আজ মঙ্গলবার শিরিন আক্তার (৩০) নামে আমবাগান থেকে এক মহিলার লাশ পাওয়া গেছে। তার বাবার নাম মোঃ খলিল মিয়া, গ্রামঃ গোপালপুর এক নং ওয়ার্ড।
আনুমানিক ১০ ঘটিকার দিকে ছোট ছেলে মেয়েরা আম কুড়াতে গেলে ওই লাশ দেখতে পান। ছোট ছেলেমেয়েরা ভয়ে চিৎকার করলে স্থানীয় অধিবাসী পুলিশে কর্মরত মোঃ শামীম মিয়া ঘটনাস্থলে গিয়ে নবীনগর থানা ডিউটি অফিসার কে ফোন করলে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হন এবং এসআই মোহাম্মদ মোজাম্মেল হক লাসের সুরতহাল রিপোর্ট তৈরি করেন।
তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মকবুল হোসেন, নবীনগর থানার অফিসার ইনচার্জ রনজিত রায়, ওসি তদন্ত রুহুল আমিন, এসআই মনিরুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স। ১ নং ওয়ার্ডের মেম্বার ও আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মোঃ মোগল মিয়াও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
আজ থেকে পাঁচ বছর পূর্বে কুড়িনাল গ্রামের সুমন মিয়ার সাথে তাহার বিয়ে হয়েছিল। বর্তমানে তার স্বামী সুমন মিয়া বিদেশে কর্মরত আছেন। তার বাবার সাথে কথা বলে জানা যায় গতকাল ২২/০৬/২০২০ তারিখ সোমবার দুপুর আনুমানিক ১২ টার দিকে মোবাইলে এমবি লোড করার জন্য ঘর থেকে বাহির হয়ে আসেন, এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না এবং তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ ছিল। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।