নবীনগরে ইসলামী ব্যাংকের কর্মচারীসহ ৭ ব্যক্তি করোনা ভাইরাস পজিটিভ

জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ নবীনগরে ইসলামী ব্যাংকের কর্মচারী সহ ৭ ব্যক্তির করোনা ওরভাইরাস পজেটিভের খবর পাওয়া গেছে। নবীনগর উপজেলায় পৌরসভার ঝাঁপিয়ে গ্রাম পর্যন্ত করোনা ভাইরাস পজিটিভ ছড়িয়ে পড়ছে।
এ অবস্থার পরিত্রান পেতে হলে, নবীনগর উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে বলে, উপজেলার বিশিষ্ট নাগরিকরা জানিয়েছেন।
করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তিরা হলেন: সাদিকুল ইসলাম বয়স ৪৩ সে ইসলামী ব্যাংকের কর্মচারী। আফিয়া বয়স ৫০তার বাড়ি নবীনগর পৌরসভা এলাকার আলিয়াবাদ গ্রামে। তাজুল ইসলাম বয়স ৭০ বিদ্যাকুট ইউনিয়নের মেরকুটা গ্রামে।, ফখরুল ইসলাম বয়স ৪২ মুরাদনগর উপজেলার গাঙ্গেরকুট গ্রামে তার বাড়ি। ইউসুফ আলী বয়স ৪৫ আমিনুল ইসলাম (দুলাল) বয়স ২৮হেলথ এসিস্ট্যান্ট নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার বাড়ি নবীনগর পৌরসভা ৩ নং ওয়ার্ডের দয়াল বাবা করিম শাহ দরবার শরীফের কাছে। আমিরুল ইসলাম দুলালকে নবীনগর উপজেলা স্বাস্থ্য ৫০ কমপ্লেক্সে আইসলিউশন রাখা হয়েছে। ও ইমরানু হক বয়স ৩৬ এ ৭ ব্যক্তি করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এ তথ্য নিশ্চিত করেছেন: নবীনগর উপজেলার ৫০ শয্যার সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের প .প কর্মকর্তা ডা: হাবিবুর রহমান ও ডা: মোশরাত ফারখনদ (জেবিন)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *