নদী পারাপারে যাত্রী নিরাপত্তায় কাশিয়ানী উপজেলা প্রশাসনের উদ্যোগে লাইফ জ্যাকেট বিতরণ


গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়ার কালনা ফেরী ঘাটে যাত্রীদের নদী পারাপারের সময় সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় ট্রলার মাঝিদের মধ্যে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। ট্রলার মাঝিরা দুর্যোগকালীন সময়ে নদী পারাপারের সময় প্রত্যেক যাত্রীকে লাইফ জ্যকেট পরিয়ে নদী পারাপার করবেন। এর ফলে নৌ দুর্ঘটনা সহ সকল অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব বলে মনে করেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা রথীন্দ্র নাথ রায়। এ লক্ষ্যে বুধবার দুপুরে ভাটিয়াপাড়ার কালনা ফেরী ঘাট সহ আশপাশের বিভিন্ন ঘাটে ট্রলার মাঝিদের নিকট মোট ২০০ পিছ লাইফ জ্যাকেট বিতরণ করেন তিনি। এ সময় স্বাস্থ্যবিধি মেনে কাশিয়ানী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিরান হোসেন মিয়া, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. মশিউর রহমান খান, স্থানীয় জনপ্রতিনিধিগণ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।