নতুন পদ্ধতিতে চুরি হলো টুংগিপাড়ার ডুমরিয়া ইউনিয়নে

টুংগিপাড়া উপজেলার ডুমরিয়া ইউনিয়নে ডুমরিয়া গ্রামে, অবাস্তব ভাবে ঘটে গেলো এক বাস্তব চুরির ঘটনা। ডুমরিয়ায় জামাই বাজারে বিদ্যুৎ টিকাদারের বাড়িতে গত ১৩ই আগষ্ট দিনের বেলায় দুইজন অপরিচিত লোক কারো সাথে কোন কথা না বলে ঘরের দরজা খোলা পেয়ে সোজা ঘরের ভিতর ঢুকে চুরি করে চলে যায়। বাড়িতে কোন পুরুষ লোক ছিলো না। মহিলারা তাদের নানা কাজে ব্যস্ত ছিলো। ঘরের দরজা খোলা পেয়ে দুর্বৃত্তরা ২ টি ফোন আর ১০,০০০ টাকা নিয়ে পালিয়ে যায়। বিদ্যুৎ টিকাদার এ বিষয়ে টুংগিপাড়া থানায় একটা চুরির জন্য জিডি ও করেছে। থানার তদন্ত কর্মকর্তা তাকে তার চুরি যাওয়া জিনিস ফেরত পাওয়ার আশা দিয়েছেন।

গ্রাম বাসীর কাছ থেকে যানা যায় এই দুইজন লোক গ্রামে আরেকটি বাড়িতে ঢুকতে গিয়েছিলো তখন হাতে ছিলো কিছু কাগজ, কিন্তু লোকের বেশি উপস্থিতে তারা ওই বাড়ি থেকে চলে আসে। তার দেড় ঘন্টা পরে বিদ্যুৎ টিকাদারের বাড়িতে ঘটনাটি ঘটায়। গত বছর ও এই একই বাড়িতে একই পদ্ধতিতে চুরি হয়। এলাকাবাসীর কাছ থেকে জানা যায় চোরদের একটি চক্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে এবং এরকম ঘটনা পূর্বে অনেক ঘটেছে। লোকের সামনে পরলে তারা নানা অজুহাত ব্যবহার করে যে, সংস্থা থেকে এসেছে, পানি খাবার জন্য এসেছে বা নানা রকম অজুহাত তারা দেখায়।

এলাকা বাসী প্রশাষনের নিকট আবেদন করছে যে, তারা যেন এই চক্রকে ধরে আইনের আওতায় নিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করে। দৈনিক শতবর্ষ নিউজ চ্যানেল থেকে দেশের সকলকে একটা শতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলা হচ্ছে যে, আপনারা কোন অপরিচিত লোককে ঘরে ঢুকতে দেবেন না বা সন্ধেয় মনে হলে আইনের আশ্রয় নেবেন। নিজে শতর্ক থাকুন অন্যকে শতর্ক করার চেষ্টা করুন, তাতে আপনাদের জান মাল রক্ষা পাবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *